চট্টগ্রামে চাঁদাবাজিকালে ভুয়া পুলিশ আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কালের সময় মো. তানজীল আহম্মদ (২৮) নামে এক ভুয়া পুলিশ অফিসারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ভুয়া পুলিশ অফিসারকে আটক করা হয়। আটক তানজীল বি-বাড়িয়া জেলার আখাউড়া থানাধীন মোগরা বাজার এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি উপজেলার আমানবাজার এলাকায় থাকতেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, এই যুবক দীর্ঘদিন ধরে হাটহাজারীর বিভিন্ন এলাকায় পুলিশ অফিসারের পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় এবং বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদা আদায়ের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের এএসআই পদমর্যাদার একটি ইউনিফর্ম, ১টি ওয়াকিটকি, হ্যান্ডকাপ ব্যাগ ও পুলিশের নকল আইডি কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা রুজু করেছে।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)