চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৬টি স্বর্ণের বারসহ হাসান উদ্দিন (৪৫) নামে বিদেশ ফেরত এক বিমানযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক স্বর্ণের মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, হাসান দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৮৯ ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি দেখে সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে কাস্টমস কক্ষে নিয়ে আসে।
সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শরীরে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে তাকে লুঙ্গি ও ঝুড়ি দেওয়া হলে টয়লেটে গিয়ে ৬টি স্বর্ণবার বের করে আনেন। দুটি করে তিনটি পোটলায় বারগুলো লুকানো ছিল। অবৈধভাবে স্বর্ণ আনার অপরাধে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দফায় ২৫টি স্বর্ণের বারসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)