লরিওস অ্যাওয়ার্ডের দৌড়ে বোল্ট-রোনালদো
দ্য রিপোর্ট ডেস্ক : লরিওস অ্যাওয়ার্ডের দৌড়ে সামিল হয়েছেন জ্যামাইকার দৌড়বিদ উসাইন বোল্ট ও রিয়াল মাদ্রিদের পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বছরের সেরা ক্রীড়াবিদ এই পুরস্কার পেয়ে থাকেন। ২৬ মার্চ কুয়ালালামপুরে জয়ীর নাম ঘোষনা করা হবে।
প্রাথমিক তালিকায় বোল্ট ও রোনালদোর সাথে রয়েছেন রাফায়েল নাদাল, সেবাস্তিয়ান ভেটাল, লিওনেল মেসি, লেবরন জেমস, মো ফারাহ ও সান ইয়াং। লরিওস মিডিয়া সিলেকশন প্যানেল ভোটের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করবেন। তবে জয়ীকে দেখতে হলে আরও অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, গত বছর উসাইন বোল্ট এই পুরস্কার জয় করেছিলেন। তবে তিনি এই পুরস্কার এর আগে ২০০৯ ও ২০১০ সালেও জয় করতে সক্ষম হন। মোট ৪ বার লরিওস অ্যাওয়ার্ড জয় করেছেন একমাত্র রজার ফেদেরার। বোল্টেরও সম্ভাবনা রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএ/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)