দ্য রিপোর্ট প্রতিবেদক : হলমার্ক কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, অভ্যন্তরীণ দুর্বলতার কারণেই সোনালী ব্যাংকে ২০১২ সালে কেলেঙ্কারি ঘটেছে। রাজধানীর একটি হোটেলে শনিবার সকালে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ওই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এএইচএম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম। আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও প্রদীপ কুমার দত্ত ।

অর্থমন্ত্রী বলেন, ২০১২ সালে এই যে গোলমাল হয়েছে তার জন্য দায়ী সোনালী ব্যাংকের অভ্যন্তরীণ দুর্বলতা। তারা এই গোলমাল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। তবে কাটিয়ে উঠছে।

মন্ত্রী বলেন, ব্যাংকের কাজ হচ্ছে অলস যে সম্পদ হয়েছে তার ব্যবহার করা, তবে তা হতে হবে উন্নত সেবার মাধ্যমে। এ সময় সকলের আস্থার মাধ্যমে ও উন্নত সেবার মাধ্যমে ওই ব্যাংকের পরিবেশ আরও সুস্থ করার তাগিদ দেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সেবার যে আগ্রহ তা আপনাদের আরও বাড়াতে হবে। কারণ সেবা দিতে গেলে জানতে হয় কী কী ক্ষেত্রে সেবা দেওয়া যায়।

ড. এম আসলাম আলম ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে আরও বেশি সংযোগ ঘটানোর জন্য সোনালী ব্যাংকের সকল ব্যবস্থাপককে তাগিদ দেন।

তিনি বলেন, কিশোরগঞ্জের সোনালী ব্যাংকে যে ঘটনা ঘটেছে তার পরে জানা গেছে যে ওই শাখায় ঝুঁকি ছিল। ওই শাখা যে ঝুঁকির মধ্যে ছিল তা ঘটনা ঘটার পর জানা গেছে। সচিব বলেন, ঝুঁকিগুলোকে আগাম চিহ্নিত করে তা নিয়ন্ত্রণ করতে হবে।

সভাপতির বক্তব্যে ড. এএইচএম হাবিবুর রহমান বলেন, হলমার্ক কেলেঙ্কারিসহ নানা কারণে সোনালী ব্যাংকের ইমেজের ব্যাপক ক্ষতি হয়েছে। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকটি। হারানো ইমেজ ফিরিয়ে আনার জন্য এখন আমাদের দ্বিগুণ কাজ করতে হবে।

(দ্য রিপোর্ট/এএইচএস/এমডি/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)