চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার শাকপুরা আর্দশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলতাজ মিয়াকে দায়িত্বে অবহেলার জন্য বহিষ্কার করা হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি বুধবার (১ মার্চ) বেলা এগারোটায় তাকে বহিষ্কার করেছেন।

সকালে উপজেলার শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষার প্রায় ৩০টি প্রশ্নপত্রের সঙ্কট থাকায় কেন্দ্র সচিব নিজ দায়িত্বে ফটোস্ট্যাটের দোকান থেকে প্রশ্নপত্র ফটোকপি করে পরীক্ষার্থীদের মাঝে বিলি করেন। কর্তৃপক্ষকে না জানিয়ে এ কাজ করার জন্য মোহাম্মদ আলতাজ মিয়াকে দায়িত্বে অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে বহিষ্কার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘কর্তৃপক্ষকে না জানিয়ে এ কার্যক্রম করায় সকাল সাড়ে ১১টার দিকে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সৃষ্ট সমস্যার (প্রশ্নপত্র সংক্রান্ত) সমাধান করা হয়।’

তবে এ ঘটনা সত্য নয় বলে দাবি করেছেন মোহাম্মদ আলতাজ মিয়া। এ বিষয়ে তিনি দ্য রিপোর্টকে বলেছেন, ‘এ ধরণের কোনো কিছু হয়নি।’

(দ্য রিপোর্ট/একেএ/জেডটি/মার্চ ০১, ২০১৭)