চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এবং মহানগরীর বাকলিয়া থানার নতুন সেতু এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (০১ মার্চ) সকাল নয়টায় এবং বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা দুটি ঘটে।
আগুনে মেসার্স মনির স্টোর নামে একটি স্টেশনারি দোকান ও খাজা ক্রোকারিজ নামে একটি টাইলস এর দোকান পুড়ে যায়। এতে অন্তত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিনএ বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরি চৌমুহনী এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর লামা বাজার ও পটিয়া স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি ও কারণ অনুসন্ধানের পর জানা যাবে। এদিকে ক্ষতিগ্রস্তদের দোকান মালিকরা দ্য রিপোর্টকে জানান, আগুনে তাদের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অপর এক অগ্নিকাণ্ডে আব্দুল লতিফের মালিকানাধীন দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
খবর পেয়ে আগ্রাবাদ ও লামা বাজার স্টেশন থেকে ৪টি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হলেও ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
(দ্য রিপোর্ট/একেএ/এপি/মার্চ ০১, ২০১৭)