রাজশাহীতে বিবিসি সংলাপ শনিবার সন্ধ্যায়
রাজশাহী অফিস : রাজশাহীর লালন মঞ্চে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিবিসি বাংলাদেশ সংলাপের ৬১তম পর্ব। ২০১২ সালের ১৭ নভেম্বর ঢাকার লালবাগ কেল্লায় ধারণ করা হয়েছিল চলতি তৃতীয় সিরিজের প্রথম পর্বটি।
২০০৫ সালে বিবিসি বাংলাদেশ সংলাপ যাত্রা শুরু করে। এরপর ২০০৯ সালে দ্বিতীয় সিরিজ। ২০১২ সালের নভেম্বর মাসে চলতি তৃতীয় সিরিজ শুরু হয়।
বিবিসি সংলাপের প্রতিটি পর্বে প্রায় ১৩০ জন দর্শক উপস্থিত থেকে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, শিক্ষা, শিল্প-কারখানায় নিরাপত্তা, দ্রব্যমূল্য, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্যানেলিস্টদের প্রশ্ন করেন।
(দ্য রিপোর্ট/এমএইচজে/ইইউ/একে/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)