কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার(২ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে সাবরাং নাফ নদী লাগোয়া লবণের মাঠে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মিয়ানমার থেকে কয়েকজন পাচারকারী ইয়াবার চালান নিয়ে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় সাবরাং বাজারের কাছে লবণ মাঠে বিজিবি জওয়ানরা ধাওয়া করলে পাচারকারীরা ইয়াবা ভর্তি একটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে বস্তাটি থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/একেএ/এমকে/মার্চ ০২, ২০১৭)