যশোরে পাহারাদারদের হাতে দর্জিশ্রমিক খুন
যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে স্থানীয় পাহারাদারদের হাতে খুন হয়েছেন এক দর্জিশ্রমিক। শুক্রবার রাতে উপজেলার চাপাকোণা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্বনাথ মণ্ডল ও বিশ্বরঞ্জন মল্লিক নামের দুজনকে আটক করা হয়েছে।
নিহতের নাম আসাদুল ইসলাম (৩৫)। তার বাড়ি উপজেলার চাপাকোণা গ্রামে, বাবার নাম জয়নুল আবেদীন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে ঢাকুরিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন আসাদুল ইসলাম। স্থানীয়ভাবে পাহারারত ডিফেন্স পার্টির সদস্যরা তার চোখে টর্চলাইটের আলো ফেলে। এ নিয়ে আসাদুলের সঙ্গে ডিফেন্স পার্টির সদস্য হিমাংশু, বলাই, ননীগোপাল, অমল, গৌতম, মনোহর ও সুকান্তের বচসা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিহতের ভাই ইমদাদুল জানান, টর্চলাইটের আলো চোখে পড়ায় সাইকেলসহ বাড়ির পাশের ধানক্ষেতে পড়ে যান আসাদুল। এতে আসাদুলের সঙ্গে পাহারাদারদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হিমাংশু তার হাতে থাকা লাঠি দিয়ে আসাদুলের মাথায় আঘাত করেন অন্যান্যরাও এলোপাতাড়িভাবে মারতে থাকতেন।
আহতাবস্থায় আসাদুলকে রাত ১২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পৌনে ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
(দ্য রিপোর্ট/এএইচকে/একে/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)