গাজীপুরে স্বামীর নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর নির্যাতনে আহত লিপি আক্তার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।
তিনি কালিয়াকৈরের কালিয়াদহ এলাকার আরজু শিকদারের স্ত্রী এবং একই উপজেলার নাওলা এলাকার আয়েত আলীর মেয়ে। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে।
নিহতের বাবা আয়েত আলী জানান, এক লাখ টাকা যৌতুকের দাবিতে ১৭ ফেব্রুয়ারি আরজু শিকদার তার মেয়ে লিপি আক্তারকে মারপিট করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
কালিয়াকৈর থানার এসআই সানোয়ার হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পেট, হাটুসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএমএফ/এসবি/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)