শহীদ মিনার ভাঙার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার ভাঙার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন পালিত হয়েছে।
মাগুরা সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে শনিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক চান্দু মিয়া, বারিক আনজাম বারকি।
(দ্য রিপোর্ট/এসআই/ইইউ/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)