চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বৈদ্যনাথপুর গ্রামের আলী মর্তুজা ওরফে ঠাণ্ডুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে তাকে জীবননগর বাজার থেকে গ্রেফতার করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান, আলী মর্তুজা ওরফে ঠাণ্ডু চরপন্থী দলের আঞ্চলিক নেতা। তিনি আব্দুর রহমান মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে জীবননগর থানায় একাধিক মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরআর/এসবি/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)