নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা জুট পুড়ে গেছে।

শনিবার ভোর সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় রিপা এন্টারপ্রাইজ নামের একটি জুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রিপা এন্টারপ্রাইজের মালিক রিপনের বাবা আশরাফ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তাদের গোডাউনে থাকা সকল জুট পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। যে কেউ শত্রুতাবশত রাতের আঁধারে গোডাউনে আগুন দিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জ্বলন্ত সিগারেটের উচ্ছৃষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)