মানিকগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৮

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাহিলী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের সাহিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আটক করা হয়।
আটকরা হলেন- মাগুড়া সদর উপজেলার রুপটি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে নাসির মোল্লা (২১), রশিদ মোল্লার ছেলে রুবেল মোল্লা (৩০), হারেজ মোল্লার ছেলে কিবরিয়া মোল্লা (৩৫), ছনপুর গ্রামের আবু তালেব বিশ্বাসের ছেলে টোকন বিশ্বাস (৪৫), মাধবপুর গ্রামের খলিল মিয়ার ছেলে হান্নান মিয়া (৩৫), সাহাবুদ্দিনের ছেলে দুলু মিয়া (২৭), জাগলা গ্রামের গোলবার মোল্লার ছেলে বাকু মোল্লা (২৭) ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মরাবিলা গ্রামের নজর আলী মোল্লার ছেলে করিম মোল্লা (২১)।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, শুক্রবার রাত ১২টার দিকে আটকরা ধারালো দা, স্ক্রপ ড্রাইভার, তালা ও গ্রিল ভাঙার যন্ত্রপাতি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মোল্লা বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় দুই দিনের রিমান্ড আবেদন করে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/এনইউএস/এসবি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)