চট্টগ্রামে ট্রাকসহ ৬ ‘ডাকাত’ আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার নিমতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাকসহ ৬ ডাকাতকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি ছোরা, ১টি গ্রিল কাটার যন্ত্র।
সোমবার (৬ মার্চ) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানায় নগর ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম মোস্তাক বলেন, আটককৃতরা ট্রাক নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বন্দর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এম/এনআই/মার্চ ৬, ২০১৭)