দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের ব্যালিস্টিক (আন্তঃমহাদেশীয়) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে উত্তর কোরিয়ার ‘হুমকির নতুন মাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন।

সোমবার (৬ মার্চ) নিক্ষেপ করা চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি জাপানের জলসীমায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাপানের সঙ্গে এ ধরনের আচরণ করল প্রায় একঘরে হয়ে থাকা দেশটি। এর আগে গত বছরের ৩ আগস্ট জাপানের নিয়ন্ত্রিত জলসীমায় প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তখন ওই ঘটনাকে ‘চরম হুমকি’ বলে বর্ণনা করেছিলেন।

দক্ষিণ কোরিয়ার একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপান জলসীমায় এসে পড়ার ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবারও জাপান সাগর লক্ষ্য করে স্বল্পপাল্লার বেশ কয়েকটি রকেট ছুড়ে উত্তর কোরিয়া।

এদিকে গত ১২ ফেব্রুয়ারি জাপান সাগরে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ওই প্রথম দেশটি এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

(দ্য রিপোর্ট/এস/এনআই/মার্চ ০৬, ২০১৭)