দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৭ ফেব্রুয়ারির পর থেকে প্রত্যেক উপজেলায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধনে নেতৃবৃন্দ এ কথা বলেন। বিএনপি নেতা আমানুল্লাহ আমানসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা করে তাদের স্ত্রী-সন্তানদের মারধর করছে ক্ষমতাসীন দলের কর্মীরা। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে উপজেলা নির্বাচনে অংশ নিতে পারে, তাই সাময়িক আমাদের আন্দোলন স্থগিত রেখেছি। ২৭ ফেব্রুয়ারির পর থেকে প্রত্যেক উপজেলায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

১২৩/৩/২/ক ধারার আইন অনুযায়ী সংসদীয় সময় থাকা অবস্থায় নতুন সংসদ গঠন করায় সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টর রফিকুল ইসলাম মিয়া।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হতে হলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। কিন্তু বর্তমান ১৫৩ জন সাংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়।

আওয়ামী সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, যার ফলে স্বৈরতন্ত্রের বিকাশ লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মান্নান।

ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সিনিয়র সভাপতি শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপির নির্বাহী সদস্য রফিক শিকদার, ঢাকা জেলা যুবদলের সভাপতি নাজিম উদ্দিন, ঢাকা জেলা ছাত্র দলের সহ-সভাপতি এম এ জামান, জাগপা ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াছিন পারভেজ মুরাদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এমডি/এএইচ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)