দ্য রিপোর্ট ডেস্ক : নির্বাচনের এই মৌসুমে ভারতে চলছে পানীয় দ্রব্যের প্রতিযোগিতা।

ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারণা চালাতে বিনামূল্যে চা পান করাচ্ছেন ভোটারদের। এই প্রচারণা চালানো হচ্ছে ‘চায়ে পে চর্চা’ নামে। আর এর পাল্টা প্রচারণায় উত্তর প্রদেশের গোরাখপুর কংগ্রেস এনেছে `রাহুল দুধ’। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর ছবি লাগানো প্লাস্টিকের গ্লাসে করে সরবরাহ করা হচ্ছে এই দুধ।

‘জহর চায়ে নেহি, মিঠা দুধ পিলায়েঙ্গা, দেশ কি নওজোয়ান কো পাহালওয়ান বানায়েঙ্গা’ শ্লোগানের সঙ্গে পরিবেশন করা হচ্ছিল দুধ। কিন্তু রাজ্য কংগ্রেস থেকে অনুমতির অভাবেও বন্ধ করে দেওয়া হয়েছে এই কর্মসূচি।

‘চায়ে পে চর্চা’ প্রচারণায় জনগণ নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করার সময় পেলেও কংগ্রেসের এই পাল্টা কর্মসূচিতে রাহুল গান্ধীর সঙ্গে কথোপকথনের কোনো সুযোগ নেই।

পশ্চিম আহমেদাবাদের একটি চায়ের দোকানে বসে গত সপ্তাহে সাধারণ মানুষের সঙ্গে চা পান করেন মোদি। প্রায় ৩শ’ শহরের হাজার খানেক চায়ের দোকানে মোদির সঙ্গে সাধারণ মানুষের কথোপকথনের এই দৃশ্য দেখানো হয় বড় টেলিভিশন পর্দাজুড়ে।

মোদি ছেলেবেলায় ট্রেনে চা বিক্রি করে পরিবারকে সাহায্য করতেন। এই বিষয়টিই প্রধানত তুলে ধরা হচ্ছে ‘চায়ে পে চর্চা’ ক্যাম্পেইনে। গুজরাটের মুখ্যমন্ত্রী মোদির চা বিক্রি প্রসঙ্গে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী মনি শঙ্কর আয়ারের কটাক্ষপূর্ণ মন্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচি শুরু করেছে মোদি। (সূত্র : এনডিটিভি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)