চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস বাটালী হিলে অবৈধভাবে গড়ে তোলা মেসার্স রেইনবো সিএনজি রিফুয়েলিং স্টেশন এন্ড কনভারশন ওয়ার্কশপ স্টেশন উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার (৬ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদালতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ৩৬২৭/২০১৫) খারিজ করে হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন। বাদিপক্ষের সিনিয়র আইনজীবী এএম আমিনউদ্দীন ও আইনজীবী মিনহাজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দরনগরী চট্টগ্রামের প্রাকৃতিক শোভামণ্ডিত বাটালী হিলের (টাইগার পাস) পাদদেশে চট্টগ্রাম মহানগরীর মাস্টারপ্ল্যান এর বিধান ভঙ্গ করে এবং পরিবেশগত ছাড়পত্র ব্যতীত বাংলাদেশ রেলওয়ের নিকট থেকে লিজকৃত ০.৩২ একর জায়গাতে মেসার্স রেইনবো সিএনজি রিফুয়েলিং স্টেশন এন্ড কনভারশন ওয়ার্কশপ স্থাপন করে। ওই স্থাপনার বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থমূলক মামলা (মামলা নং-৫৮৬/২০০৬) দায়ের করে।

মামলার শুনানি শেষে ২০১১ সালের ৯ জুন হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ রুল নিষ্পত্তি করে ৩০ দিনের মধ্যে ওই এলাকা থেকে সিএনজি স্টেশনটি উচ্ছেদের নির্দেশ দেন। ওই নির্দেশের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ৩৬২৭/২০১৫) করে।

বেলা’র পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এএম আমিনউদ্দীন ও আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/মার্চ ০৬, ২০১৭)