জয়পুরহাটে জাল ডলারসহ আটক তিন
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া থেকে ২৬ হাজার ১১০ জাল ডলারসহ তিনজনকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, জাল ডলার নিয়ে কয়েকজন ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র্যাব সদস্যরা তাদের আটক করে। আটকদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৬ হাজার ১১০ জাল ডলার উদ্ধার করা হয়।
আটক ডলার ব্যবসায়ীরা হল- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়হরিপুর গ্রামের শফিকুল ইসলাম, একই উপজেলার দুর্গাপুর গ্রামের শান্তি রানী ও রংপুরের পীরগাছা উপজেলার পশ্চিম ডেবুআমধারা গ্রামের সাদেকুল ইসলাম। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব অফিস।
(দ্য রিপোর্ট/এএ/এএস/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)