এক বছর পর কবর থেকে মৃতদেহ উত্তোলন
বরিশাল অফিস : জেলার উজিরপুরে আদালতের নির্দেশে এক বছর দু’দিন পর কবর থেকে মৃতদেহ উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেনের উপস্থিতিতে শনিবার দুপুর ১টার দিকে মৃতদেহ উত্তোলন করা হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলা সদরের ভদ্রসাহা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে তাইফুল হাওলাদার (১৩) ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নিজ ঘরে মারা যান। এ ঘটনায় ওই বছর ১৩ ডিসেম্বর বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন মোস্তফা হাওলাদার।
এ মামলায় মৃতের মা ফাতেমা বেগম, দুই মামা মোজাম্মেল হাওলাদার, মিজানুর রহমান ও মামী রোজিনা বেগমকে অভিযুক্ত করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ১২ ফেব্রুয়ারি ময়নাতদন্তের জন্য কবর থেকে মৃতদেহ উত্তোলনের আদেশ দেন।
(দ্য রিপোর্ট/বিএস/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)