চট্টগ্রাম অফিস : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে প্রায় ৪ লাখ টাকা মুল্যের অবৈধ কাঠ আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (৭ মার্চ) সকালে সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকা থেকে এই কাঠ আটক করা হয়।

উত্তর বন বিভাগের ফৌজদারহাট চেক স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাসী চালানো হয়। এই সময় কাভার্ডভ্যানের ভিতর থেকে প্রায় ২শ ঘনফুট অবৈধ সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়।

আটক কাঠের আনুমানিক মুল্য প্রায় ৪ লাখ টাকা। এই কাঠগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করা করেছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ০৭, ২০১৭)