চট্টগ্রামে চলন্ত বাস থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম অফিস : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে চলন্ত বাস থেকে পড়ে অজ্ঞাত যুবকের (২৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল হক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চলন্ত বাস থেকে ঐ যুবক নিচে পরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে হয়তো তাকে কেউ ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দিয়েছে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান দ্য রিপোর্টকে জানান, এ ধরনের কোন খবর আমাদের কাছে আসেনি। তবে আমরা খবর নিচ্ছি।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ০৭, ২০১৭)