পোশাকশিল্পের নিরাপত্তায় দুদিনের উপকরণ প্রদর্শনী শুরু রবিবার
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকায় রবিবার থেকে দু’দিনব্যাপী তৈরিপোশাক কারখানার নিরাপত্তা উপকরণের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে। সকাল ৯টায় রাজধানীর হোটেল সোনারগাঁও-এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া শ্রম প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর কাওরানবাজারে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও ‘এলায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’র বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রবিন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, দু’দিনব্যাপী এ প্রদর্শনীর শিরোনাম হচ্ছে- ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি’। বিজিএমইএ ও বিকেএমইএ ছাড়াও এ প্রদর্শনীর অন্যান্য সহযোগীরা হচ্ছে ‘সি অ্যান্ড এ ফাউন্ডেশন’, ‘এলায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’ এবং আইএফসি।
বিজিএমইএ সভাপতি বলেন, তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজার ধসের পরিপ্রেক্ষিতে দেশের পোশাক শিল্পের নিরাপত্তায় সচেতনতা সৃষ্টি এবং নিরাপত্তা উপকরণসমূহ পরিচিতি করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের প্রদর্শনী এবারই প্রথম। প্রদর্শনীতে ভবন নিরাপত্তা, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তামূলক উপকরণসমূহ প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে আগতরা নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উপকরণ ও এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। এছাড়া প্রদর্শনী উপলক্ষে একাধিক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‘এলায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’র বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রবিন বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে কারখানার মালিকরা কারখানার নিরাপত্তা উপকরণ, এগুলোর ব্যবহার ও স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
(দ্য রিপোর্ট/এসআর/জেএম/ফেব্রুয়ারি ২২, ২০১৪)