দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম-২’ চলচ্চিত্রের কাজ প্রায় শেষ। অনন্ত জলিলের পরিচালনায় এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা।

চলচ্চিত্রটি সম্পর্কে প্রধান সহকারী পরিচালক এএম মামুন দ্য রিপোর্টকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির শুটিং শেষ হয়। আর মাত্র একটি গানের চিত্রায়ন বাকি আছে। ওটা লন্ডনে করা হবে। এই চলচ্চিত্রে দর্শক দুটি গানে থ্রিডি প্রযুক্তি দেখতে পাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিএফডিসি, সাভার, বোটানিক্যাল গার্ডেনসহ ভারতের রাজস্থান, হায়দ্রাবাদ, চেন্নাই, তামিলনাড়ুর হুকানাকাল, থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়ায় শুটিং হয়েছে।’

অনন্ত’র অন্যান্য চলচ্চিত্রগুলোর মত ‘মোস্ট ওয়েলকাম-২’ চলচ্চিত্রেও থাকছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প। প্রেম, পরিবার, বিনোদন আর অ্যাকশনের সমন্বয় ঘটেছে এ চলচ্চিত্রে।

এতে ক্যান্সার নিরাময়ের ভ্যাকসিন আবিষ্কার এবং এর বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের ঘটনা তুলে ধরা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)