সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মেডিকেল কলেজের দুই ছাত্র আহত হন। এ ঘটনায় পাল্টাপাল্টি সড়ক অবরোধে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জানান, দুপুর ১টার দিকে শহরের বাঙ্গালের মোড় এলাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্রদের বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ হয়। এতে দুই ছাত্র আহত হন। এ খবর মেডিকেল কলেজে পৌঁছলে উত্তেজিত ছাত্ররা কলেজের সামনে বাঁকাল এলাকায় ব্যারিকেড দিয়ে কয়েকটি বাস ও ট্রাক ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে মেডিকেল কলেজছাত্ররা গাড়ি ভাঙচুর করায় ট্রাক শ্রমিকরা ইটাগাছা এলাকায় মহাসড়ক অবরোধ করেন।

তিনি আরও জানান, শ্রমিক নেতাদের সঙ্গে বসে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মাহিদুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)