লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে অনেক কথা আছে, যা পরে এসে বলব। আমাকে নির্বাচনের সময় এখানে আসতে দেওয়া হয়নি। আমি এখন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। কথা দিলাম, আগামী নির্বাচনে এ আসন থেকে নির্বাচন করব।’

লালমনিরহাটের হাতীবান্ধা ডাকবাংলোতে বিশ্রামের আগে শনিবার দুপুরে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজকে সরকারি করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে তা বাস্তবায়িত হয়নি। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এ কলেজকে আবারও সরকারি করা হবে।’

এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও সাবেক মন্ত্রী জি এম কাদের উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকাল ১০টায় এরশাদ সড়ক পথে গাড়ি বহর নিয়ে প্রথমে লালমনিরহাট ও পরে হাতীবান্ধায় আসেন। এরপর পাটগ্রাম ঘুরে তিস্তা ব্যারেজ হয়ে ঢাকার পথে রওয়ানা করেন।

(দ্য রিপোর্ট/এইচএম/এসকে/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)