দ্য রিপোর্ট ডেস্ক : পৃথিবীর কোনো শক্তিই অরুনাচল প্রদেশকে ভারত থেকে আলাদা করতে পারবে না উল্লেখ করে নরেন্দ্র মোদি চীনকে তার সম্প্রসারণ পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। অরুনাচল প্রদেশের পাশিঘাটে শনিবার নির্বাচনী র‌্যালিতে অংশ নেওয়ার পর এই বিবৃতি দেন মোদি।

প্রথমবারের মত পররাষ্ট্রনীতি নিয়ে কোনো মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী মোদি। সম্প্রসারণ নীতি থেকে বেরিয়ে ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে চীনের মনোযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন মোদি। আধুনিক বিশ্ব উন্নয়নের দিকেই এগিয়ে যাচ্ছে। তাই চীনের এই আগ্রাসনে সমর্থন দেবেন না কোনো রাষ্ট্র।

অরুনাচল প্রদেশ অখণ্ড ভারতের অংশ এবং সব সময়ই থাকবে উল্লেখ করে মোদি বক্তৃতায় বলেন, ‘আমি এই মাটি ছুঁয়ে বলছি, কখনোই অরুনাচলকে ভাঙতে দেব না, কখনও দেব না মাথা নোয়াতে।’ মোদির এই শপথকে তীব্র হর্ষধ্বনির মাধ্যমে স্বাগত জানায় সিয়াং নদী তীরে জড়ো হওয়া অরুনাচলবাসী।

মোদি ১৯৬২ সালে চীনের শক্তিশালী সেনাবাহিনীকে মোকাবেলা করায় আর কারগিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দেওয়ায় অরুনাচলবাসীকে সত্যিকারের দেশপ্রেমিকে বলে প্রশংসা করেন।

জানুয়ারির ২৯ তারিখে দিল্লিতে অরুনাচলের তরুণ নিদো তানিয়ার হত্যার কথা উল্লেখ করে ইউপিএ সরকারের নিন্দা জানান মোদি। রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার জন্যই সরকারের সব প্রদেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ বলেও মত প্রকাশ করেন মোদি। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)