দ্য রিপোর্ট ডেস্ক : পিএসজি’কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা একরকম অসম্ভবই ছিল। তবে এই অসম্ভবকেই সম্ভব করেছে বার্সেলোনা। আর এতে দলের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন কোচ লুইস এনরিকে।

পিএসজির মাঠে প্রথম লেগে ৪-০ গোলে হারে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে পিএসজিকে ৬-১ গোলে হারিয়েছে বার্সা। যা অবিশ্বাস্য এক জয়ই বলতে হবে।

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় এনরিকে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন। পিএসজির মাঠে বড় ব্যবধানে হারের পর সমালোচকদের তোপের মুখে পড়েছিলেন এনরিকে। তাদের পাল্টা জবাব না দিলেও দুঃসময়ে পাশে থাকা মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে ওই হারের পরই এই মৌসুমে শেষে বার্সাকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন।

এনরিকে বলেন, ‘আমরা সবকিছু দিয়ে ঝুঁকি নিয়েছিলাম এবং তার প্রতিদানও পেয়েছি। ফুটবলে এমন ম্যাচ আপনি খুব কমই পাবেন এবং এবার আমাদের পালা ছিল।’

তিনি আরও বলেন, ‘৪-০ গোলে হারের পর যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিল, তাদেরকে ধন্যবাদ। এই জয় তাদের জন্য উৎসর্গ করছি, কেননা বার্সেলোনা হার্লেম গ্লোবট্রটার্স নয় (প্রদর্শনী ম্যাচ খেলে বেড়ানো বাস্কেটবল দল), এটাই ফুটবল।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি না, কেউ বিশ্বাস হারিয়ে ফেলেছিল। গোল হওয়ার পরও ছেলেদের লেগে থাকা দেখাটা ছিল অবিশ্বাস্য।’

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/মার্চ ০৯, ২০১৭)