চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মমতাজ আলী (৪৭) নামে এক হাজতি মারা গেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মমতাজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা খবরের সত্যতা নিশ্চিত করেছেন। মমতাজ আলীর বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। তার পিতার নাম মো. ইদ্রিস। তিনি ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত জানুয়ারি মাসে চেক প্রতারণার একটি মামলায় গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে তাকে কারাগারে আনা হয়েছিল।
(দ্য রিপোর্ট/এম/এনআই/মার্চ ৯, ২০১৭)