চট্টগ্রাম বিমানবন্দরে ৪২ লাখ টাকার স্বর্ণসহ আটক ১
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ মো. মোর্শেদ নামে এক বিমানযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে মস্কেট থেকে আসা ঐ যাত্রীর দেহ তল্লাশী করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার।
কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রীণচ্যানেল অতিক্রমের সময় কাস্টমসের টিম সন্দেহবশত মোর্শেদের শরীরে তল্লাশি করে। এ সময় তার প্যান্টের পকেটে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি ৮০ তোলা করে স্বর্ণের বারের মোট ওজন ৯২৮ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা।
এ ব্যাপারে মোর্শেদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/মার্চ ০৯, ২০১৭)