বেনাপোল প্রতিনিধি : যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থী মনোনীত করলেও বিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুকে (দোয়াত-কলম)। অন্যদিকে সাবেক এমপি শেখ আফিল উদ্দিন প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুকে (মোটরসাইকেল)।

১৯ দলীয় জোট উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে একক প্রার্থী দিলেও উভয় পদেই আওয়ামী লীগের প্রার্থী রয়েছে দুজন করে। একই দলের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন করে প্রার্থী মাঠে থাকায় দলীয় প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা।

বেনাপোল পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে শার্শা উপজেলা পরিষদের নির্বাচনী এলাকা গঠিত। নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৭৯০ জন। এর মধ্যে এক লাখ ১৭ হাজার ৬২৮ জন পুরুষ ও এক লাখ ১৭ হাজার ১৬২ জন নারী।

আওয়ামী লীগের এক পক্ষ অভিযোগ করেছে, তৃণমূল নেতাকর্মীদের মতামত না নিয়ে গত ১১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুকে প্রার্থী ঘোষণা করায় দলের এক পক্ষের নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মঞ্জুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নামে এমপির নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ।

এরই মধ্যে গত বুধবার রাতে জেলা আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীসহ চারজন প্রথম সারির নেতাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। বহিষ্কৃতরা হলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, সাধারণ সম্পাদক নূরুজ্জামান, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মো. ইব্রাহিম। দলের জেলা সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে জেলা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন- উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু ও সাধারণ সম্পাদক আবুল হাসান জহির। এরই পরিপ্রক্ষিতে যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ গত ৯ ফেব্রুয়ারি দুই প্রার্থী ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ভোটাভুটিতে বিজয়ী হন খায়রুজ্জামান মধু (আনারস)। এর পর একক প্রার্থীর পক্ষে সকলে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শামছুর রহমান জানান, শার্শা বিএনপিতে কোনো কোন্দল নেই। সবাই এক হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন প্রার্থী এখন নির্বাচনী মাঠে। প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী মোছা. আমেনা খাতুন, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান রিনা পারভীন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আলেয়া খাতুন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসকে/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)