জয়পুরহাট চেম্বার অব কমার্সের সাধারণ সভা অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা শনিবার শহরের বাগিজাপাড়া চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে।
চেম্বারের নির্বাচিত সভাপতি আব্দুল হাকিম মণ্ডলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- এফবিসিসিআই’র সাবেক পরিচালক আমিনুল বারি, চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু, জয়পুরহাট পৌরসভার মেয়র আব্দুল আজিজ মোল্লাহ, সাবেক মেয়র ফজলুর রহমান, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, নির্বাহী সদস্য আনোয়রুল ইসলাম আনু, বাবু সওদাগর, কবির আকবর তাজ প্রমুখ।
সভায় জয়পুরহাট চেম্বারকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার বিষয়সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়।
(দ্য রিপোর্ট/এএএম/এসকে/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)