৩২ সেন্টের কলা চুরির মামলার খরচ ছয়শ’ ডলার!
দ্য রিপোর্ট ডেস্ক : চুরির অভিযোগে মামলা হতেই পারে। কিন্তু মামলাটি যদি হয় মাত্র দুটি কলা চুরির অভিযোগে, তাহলে? হ্যাঁ, নিকারাগুয়ায় দুটি কলা চুরির অভিযোগেই তিন ব্যক্তির বিচারের সিদ্ধান্ত নিয়েছে আদালত।
চুরি করা এই কলার দাম মোটে ৩২ সেন্ট হলেও বিচার প্রক্রিয়া চালাতে খরচ হবে প্রায় ছয়শ’ ডলার। আর আদালতের এই সিদ্ধান্তে থ বনে গেছে দেশটির আইনজীবীরা।
আইনজীবী ইভান মোরালেস অভিযুক্তদের সমর্থনে নয় বরং দুটি কলার জন্য এত টাকা খরচ করে বিচার বসানোকেই হাস্যকর বলে উল্লেখ করেছেন।
বাদী পক্ষের উকিল জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এই মামলার কার্যক্রম শুরু হয়েছে। গত ডিসেম্বর একটি ফলের দোকান থেকে কলা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে অভিযুক্ত তিন ব্যক্তি। আসামিদের দুজনকে পাঠানো হয় স্থানীয় কারাগারে। আরেকজনকে গৃহবন্দী করে রাখার নির্দেশ দেওয়া হয়। এপ্রিলের ২৩ তারিখে এই বিচারের চূড়ান্ত রায় প্রদান করা হবে। সূত্র : এনডিটিভি।
(দ্য রিপোর্ট/আরজে/জেএম/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)