দ্য রিপোর্ট প্রতিবেদক : দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অতুল কেসাপ চার দিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার সকালে তিনি ঢাকা পৌঁছান।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অতুল কেসাপ বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ের মধ্য তিনি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া তিনি সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে শ্রম, উন্নয়ন, সুশাসন এবং বাণিজ্য নিয়ে আলোচনা করবেন।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অধিবাসী কেসাপ মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তিনি এশিয়া প্যাসিফিক কো-অপারেশনের (অ্যাপেক) সিনিয়র কর্মকর্তা ছিলেন। তৎকালীন মার্কিন সহকারী মন্ত্রী রবার্ট ব্লেকের সঙ্গেও অতুল ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত কাজ করেন। সে সময় তিনি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ এবং ভুটান বিষয়ক অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

(দ্য রিপোর্ট/জেআইএল/এপি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)