চট্টগ্রাম অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১২ মার্চ) চট্টগ্রাম যাচ্ছেন। সকালে তিনি চট্টগ্রাম নৌবাহিনীর জেটিতে সামবেরিন দুইটির কমিশনিং করবেন। এরপর বিকালে নগরীর পতেঙ্গাস্থ বোট ক্লাবে ওয়াসার ‘শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প’ এর উদ্বোধন করবেন।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, রবিবার (১২ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঈশা খাঁ ঘাঁটিতে অবতরণ করবে। সেখানে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে নৌবাহিনীর বহরে প্রথমবারের মতো যুক্ত দুটি সাবমেরিনের (নবযাত্রা ও জয়যাত্রা) কমিশনিং করবেন। সেখান থেকে প্রথানমন্ত্রীর বিকেল সাড়ে ৩টায় বোট ক্লাবে চট্টগ্রাম ওয়াসার অনুষ্ঠানে যোগ দিবেন।

চট্টগ্রাম ওয়াসা সুত্রে জানা গেছে, মহানগরী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী নদীর তীরে সাড়ে ৩৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে ‘শেখ হাসিনা পানি শোধনাগার’। প্রতিদিন গড়ে এ প্রকল্প থেকে পানি সরবরাহ হবে ১৪ কোটি লিটার পানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণকৃত এ প্রকল্পটি রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার সহযোগিতায় ১ হাজার ৮৪৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে এই শোধনাগার স্থাপন করেছে চট্টগ্রাম ওয়াসা। এর ফলে দিনে ১৪ কোটি লিটার বেশি পানি পাচ্ছে সংস্থাটি। এতোদিন চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা ছিল সর্বোচ্চ ১৮ কোটি লিটার। প্রকল্পের পানি যোগ হওয়ায় এখন চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ ৩২ কোটি লিটারে পৌঁছেছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বন্দর নগরী চট্টগ্রাম। নগরীর মোড়ে মোড়ে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে দেয়া হয়েছে ফেস্টুন ও বিভিন্ন ধরনের ব্যানার। এছাড়াও পতেঙ্গা বোট ক্লাব এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করেছে নগর পুলিশ। বাড়ানো হয়েছে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও।

(দ্য রিপোর্ট/এআরই/মার্চ ১২, ২০১৭)