চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক ১৭
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকা সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হিজবুত তাহরীর ও আল হাদিসের অনুসারি বলে জানিয়েছে ডবলমুরিং থানা পুলিশ। আটকদের কাছ থেকে বিভিন্ন ইসলামী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (১১ মার্চ) ভোর থেকে রবিবার (১২ মার্চ) ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ওসি মহিউদ্দিন সেলিম আরওজানান, শনিবার (১১ মার্চ) ভোরে নগরীরর ঈদগাঁহ কাঁচা রাস্তার মাথায় একটি বাসা থেকে তিনজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ১৪জনকে আটক করা হয়। বড় ধরনের নাশকতার উদ্দ্যেশে নগরীতে তারা অবস্থান নিয়েছিল, জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/এমকে/মার্চ ১২, ২০১৭)