খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন নতুন রাস্তা মোড়ে অ্যাম্বুলেন্সের চাপায় ইমান আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে নতুন রাস্তার অদূরে একটি অ্যাম্বুলেন্স পথচারী ইমান আলীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। অ্যাম্বুলেন্সটি আটক করা যায়নি। নিহত ইমান আলী দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার জুম্মান আলীর ছেলে। তিনি কোমল পানীয় সেভেনআপের বিক্রয়কর্মী।

(দ্য রিপোর্ট/এটি/এএস/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)