দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে আওয়ামী লীগ থেকে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল লতিফ জানান, বিকেলে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বীরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আখতারুল আলম চৌধুরী বাবুল (আনারস) ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন টুটুলকে (আনারস) দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

বীরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম (ঘোড়া) ও বিরামপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পারভেজ কবীর (ঘোড়া)।

(দ্য রিপোর্ট/এমআই/এএস/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)