পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী গ্রামে রুমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ মার্চ) দুপুরে নিহত রুমার শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত রুমা দেবরকাঠী গ্রামের রাজু সেখের স্ত্রী এবং সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের সিদ্দিক হাওলাদারের মেয়ে।  প্রায় তিন বছর আগে রাজুর সাথে পারিবারিকভাবে রুমার বিয়ে হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রুমার স্বামী রাজু শেখ, রাজুর বাবা সিদ্দিকুর রহমান শেখ এবং মা এলিজা বেগম।

রূমার ফুফাতো ভাই জুয়েল জানায়, রূমার স্বামী রাজু পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। তার সাথে অন্য একটি মেয়ের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে স্ত্রী রুমার সাথে প্রায়ই কলহ হতো। এর জের ধরেই শনিবার রাতে রূমাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

এ ঘটনায় রবিবার বিকেলে নিহতের মামা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রুমার স্বামীসহ তিনজনকে আসামি করে আত্মহত্যা প্ররোচণার একটি মামলা দায়ের করেছেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/মার্চ ১২, ২০১৭)