দ্য রিপোর্ট প্রতিবেদক : গুণী সঙ্গীতশিল্পী ইসমত আরা ইভার গাওয়া ‘একটু শুধু ছোঁয়া’ গানের ভিডিও রবিবার রাতে অনলাইনে প্রকাশ হলো। গানের কথা লিখেছেন স্যামুয়েল হক, সুর করেছেন ফয়সাল আহমেদ এবং সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

ইভার দ্বিতীয় একক ‘এক মুঠো রোদ’ অ্যালবামের গান এটি। প্রকাশ করেছে জি-সিরিজ। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভীর আহমেদ। এতে মডেল হয়েছেন আফরি সেলিনা এবং ফুয়াদ।

ইভা বলেন, ‘গানটি সবার ভালো লাগার মতো। ভিডিওতে গানের মূল আমেজটি রাখার চেষ্টা করা হয়েছে। মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে আশা করি।’

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ১৩, ২০১৭)