চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারী নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় আবদুল মালেক (৫৮) নামে এক রেল কমর্চারী নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় মহানগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেল পুলিশ সুত্রে জানা যায়, চাঁদপুর থেকে আসা ‘মেঘনা এক্সপ্রেস’র ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হন কর্মচারী আবদুল মালেক। তিনি ঢাকা-চট্টগ্রাম মহানগর ট্রেনের অ্যাটেনডেন্ট ছিলেন।
জিআরপি থানার সেকেন্ড অফিসার এসআই সমর বড়ুয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মালেক নামে ওই অ্যাটেনডেন্ট সকালে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় চাঁদপুর ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/একেএ/এপি/মার্চ ১৩, ২০১৭)