শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু নির্বাচিত হয়েছেন। উপজেলা তৃণমূল নেতাকর্মীদের ভোটে শনিবার বিকেলে তিনি নির্বাচিত হন।

এর আগে শনিবার দুপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হালিম ও লেবু গ্রুপের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়। ওই সময় দুই পুলিশ সদস্যও আহত হন।

দলীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু প্রার্থী হিসেবে নিজেদের ঘোষণা দেওয়ায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ভোট অনুষ্ঠিত হয়। ৩০০ ভোটারের অংশগ্রহণে এ ভোট অনুষ্ঠানে হালিম পেয়েছেন ৮১ ভোট ও লেবু পেয়েছেন ১৫৪ ভোট।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)