‘এহসানুল কবির এপেক্সকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : এপেক্স বাংলাদেশকে যদি এতদূর পর্যন্ত কেউ নিয়ে আসেন, তিনি হলেন এ বি এম এহসানুল কবির। ট্রপিক্যাল হোমসের পরিচালক এ বি এম এহসানুল কবিরের স্মরণে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার সন্ধ্যায় এক শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা এ কথা বলেন।
এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন ও এপেক্স ক্লাবস অব বাংলাদেশ যৌথভাবে এই শোকসভার আয়োজন করে।
বক্তারা বলেন, এহসানুল কবির আমাদের জন্য এক বড় উদাহরণ। তিনি একজন সফল ব্যাংকার ছিলেন। তিনি যে দায়িত্ব পালন করেছেন তা তার থেকে ভাল কেউ করতে পারত না। তিনি সবসময় আমাদের ও পরবর্তী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবেন।
এপেক্স বাংলাদেশের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ নুরুর রহমান, জাতীয় সচিব আব্দুল মতিন শিকদার, সাবেক সভাপতি এডভোকেট সালাহউদ্দিন মাহমুদ, লাইভ গভর্নর আব্দুর রউফ শিকদার, প্রফেসর কুদরত-ই-খুদা, এপেক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুকুল ইসলাম শোভা, ভাইস চেয়ারম্যান টি কে বাড়ই তরুণ প্রমুখ।
(দ্য রিপোর্ট/এসআর/জেএম/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)