দ্য রিপোর্ট ডেস্ক : এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেমিতে পা রেখেছে চেলসি। কোয়ার্টারের ম্যাচটি ১-০ গোলে জিতে নিয়েছে ব্লুজরা। দুরন্ত ফর্মে থাকা দলটি এই জয়ে ঘরোয়া লিগে ‘ডাবল’ জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে রইল।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। তবে ৩৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যানইউর আন্দের হেরারা। এর ফলে মেজাজ হারিয়ে বসেন সাবেক চেলসি কোচ মরিনহো। এছাড়া ডাগ আউটে বসে দুই কোচের দ্বন্দ্বও ছিল দেখার মত। মরিনহো তো বেশ কয়েকবারই মৌখিক আক্রমণ করেছেন চেলসির বর্তমান কোচ অ্যান্তোনিও কন্তেকে।

এরপর দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে চেলসি মিডফিল্ডার এনগালো কান্তের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের বাকি সময় আর কোন দলই প্রতিপেক্ষর জাল খুঁজে পায়নি। ফলে এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা।

সেমি ফাইনালে চেলসি মুখোমুখি হবে টটেনহ্যামের।

(দ্য রিপোর্ট/এনপিএস/মার্চ ১৪, ২০১৭)