দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৪ রানে ক্যাচ আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এ সময় টিভি ক্যামেরা তার দিকে ধরতেই সাকিব অশোভন আচরণ করেছিলেন।

এরই ভিডিও চিত্র তুলে দেওয়া হয়েছে পাঠকদের জন্য। যা টিভির কল্যাণে বিশ্বক্রিকেটার অগনিতক দর্শক দেখেছেন।

এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাকিবকে আগামী তিনটি ওয়ানডেতে নিষিদ্ধ ও তিন লাখ টাকা জরিমানা করেছে।

এ নিয়ে সাকিবকে শুক্রবার সন্ধ্যায় তলব করে ক্রিকেট বোর্ড। এ কর্মকাণ্ডের জন্য দোষ স্বীকার করেছেন এবং দায় নিয়েছেন সাকিব। সব শেষে অনুশোচনাও করেছেন।

নিষেধাজ্ঞা অনুযায়ী বাঁহাতি এ অলরাউন্ডারকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ ছাড়া ২৬ ফেব্রুয়ারি ভারত ও ১ মার্চ আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপও খেলতে পারবেন না সাকিব।

(দ্য রিপোর্ট/এমএ/এনডিএস/ফেব্রুয়ারি ২২, ২০১৪)