রাজশাহী অফিস : রাজশাহীর গোদাগাড়ীতে ‘সাহিত্যধারা’ সংগঠনের নামে অনুমোদনহীন একটি দ্বিমাসিক পত্রিকায় মুসলিম ও হিন্দু ধর্মকে কটাক্ষ করে কবিতা প্রকাশ করার অভিযোগে ওই পত্রিকার সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসীর প্রতিবাদের মুখে শনিবার দুপুরে এসএম তিতুমীর শুভ নামের ওই সম্পাদককে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিতুমীর গোদাগাড়ীর পিরিজপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সাজা দেওয়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোকাদ্দেম আলী বলেন, এসএম তিতুমীর শুভ সম্পাদিত গোদাগাড়ীর সাহিত্যধারা সংগঠনের উদ্যোগে ‘খেয়া’ নামের একটি অনুমোদনহীন পত্রিকায় বসন্ত ১৪২০ সংখ্যায় মুসলিম ও হিন্দু ধর্মকে অবমাননা করে একটি কবিতা প্রকাশিত হয়। কবিতার নাম ‘আব্বাকে লেখা আমার দ্বিতীয় কবিতা’। গত শুক্রবার থেকে শুরু হওয়া গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে বইমেলার স্টলে ওই পত্রিকাটি বিক্রি হওয়ার পর কবিতাটি পাঠকদের নজরে আসে। শনিবার সকালে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা তার কর্মস্থল পিরিজপুর মাধ্যমিক বিদ্যালয়ও ঘেরাও করেন।

ওসি আরও বলেন, এলাকাবাসীর বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ খালিদ হোসেন ঘটনাস্থলে যান। তিনি এসএম তিতুমীর শুভকে ওই স্কুলের সহকারী শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের করার ঘোষণা দেন। সেই সঙ্গে পত্রিকাটির প্রকাশনাও বন্ধ ঘোষণা করেন। পরে গোদাগাড়ী থানা পুলিশ স্কুলের একটি কক্ষ থেকে এসএম তিতুমীর শুভকে গ্রেফতার করে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ খালিদ হোসেন জানান, নওসাদ নিখিল নামে এক ব্যক্তি ‘খেয়া’ পত্রিকায় ওই কবিতাটি প্রকাশ করে। এতে মুসলিম ও হিন্দু ধর্মকে কটাক্ষ করা হয়েছে।

তিনি বলেন, তার দফতরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে তিতুমীর তার দোষ স্বীকার করায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)