চট্টগ্রাম অফিস : জঙ্গি সন্দেহে আটক ১৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশীদ তাদের এ রিমান্ড আদেশ মঞ্জুর করেছেন। রিমান্ড শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন আটকরা।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১১ মার্চ (শনিবার) ভোরে ঈদগাহ কাঁচারাস্তার মাথায় ঝর্ণাপাড়া এলাকার একটি বাসা থেকে তিনজনকে আটক করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ মার্চ (রবিবার) ভোর পর্যন্ত আরও ১৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, নগরীতে বড় ধরনের নাশকতার উদ্দেশে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।

আটকরা হিজবুত তাহরীর ও আহলে হাদিসের অনুসারী বলেও জানিয়েছিলেন অভিযান পরিচালনাকারী সিএমপির ডবলমুরিং থানা ওসি। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ইসলামী বই এবং লিফলেট উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে কয়েকজন আগে জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত বলেও জানিয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এজে/এপি/এনআই/মার্চ ১৪, ২০১৭)