দ্য রিপোর্ট প্রতিবেদক : “বাংলাদেশে পেশাগত হিসাব ব্যবস্থাপনা শিক্ষা : ব্যবসায় স্নাতকদের করণীয়” নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 

গত ১৩ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান এবং সেশন চেয়ারম্যান হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মুনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবির সভাপতি জামাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ সেলিম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান ড. আলীনূর।

মাননীয় উপাচার্য বলেন, দেশে সময়োপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে পেশাজীবী হিসাববিদদের তাৎপর্য বিষয়ক সেমিনার আয়োজন করায় আইসিএমএবিকে বিশেষ ধন্যবাদ । দক্ষ ব্যবস্থাপক, পেশাজীবী হিসাববিদ এবং সার্বিক পেশাগত উৎকর্ষ অর্জনে এ ধরনের সেমিনার বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জামাল আহমেদ চৌধুরী বলেন, আমাদের দেশে চাহিদার তুলনায় পেশাজীবী হিসাববিদের অভাব রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পেশাজীবী হিসাববিদরা সহায়ক হিসাবে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এ পেশায় আসলে, দেশে পেশাজীবী হিসাববিদের ঘাটতি পূরণ হবে।

অনুষ্ঠানে পেশাজীবী হিসাববিদ হওয়ার জন্য করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন আইসিএমএবি শিক্ষা বিভাগের কনসালট্যান্ট নিখিল চন্দ্র শীল।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/মার্চ ১৫, ২০১৭)