নির্বাচনে জয়ের বিকল্প নেই : নাসিম
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচনে জয়ের বিকল্প নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই হবে। তবে এ নির্বাচনে প্রমাণ হয়ে যাবে কারা স্বাধীনতার পক্ষে আর কারা হাওয়া-ভবন মুক্ত দেশ চায়। এবার জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।’
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেলে পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে ১৪ দলের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাসিম বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তি যদি এবার ক্ষমতায় আসতে না পারে তাহলে দেশটা জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। আইনের শাসন ভূ-লুণ্ঠিত হবে। সুতরাং জনগণকে এ বিষয়গুলোকে মাথায় রাখতে হবে।’
আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে উল্লেখ করে নাসিম বলেন, ‘আগামী নির্বাচন ঠেকানোর শক্তি দুনিয়ার কারও নেই। সঠিক সময়েই নির্বাচন হবে। এ নির্বাচনে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসবে। এ নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি আমাদের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের মতো। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে কারা মুক্তিযুদ্ধের পক্ষের আর কারা বিপক্ষের।’
তিনি বলেন, ‘নির্বাচনের যেমন বিকল্প নেই। তেমনি নির্বাচনে জয়েরও কোনো বিকল্প নেই। তাই নির্বাচন যাতে কেউ বানচাল না করতে পারে সে জন্য যেমন আমাদের সজাগ থাকতে হবে। তেমনি নির্বাচনে বিজয়ের জন্যও আমাদের মাঠে সক্রিয় থাকতে হবে।’
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, ‘খালেদা জিয়া নতুন ধারার রাজনীতির কথা বলেন কিন্তু তিনি তো একটুও বদলাননি। তিনি এখনও যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গে রয়েছেন। যারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। তাহলে কীভাবে তিনি নতুন ধারার রাজনীতি করবেন। খালেদার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনও ধ্বংসের রাজনীতি করে যাচ্ছেন। তিনি আসলে একজন বিবেকহীন মহিলা।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘খালেদা পরিবর্তনের রাজনীতির কথা বলেন। তার পরিবর্তনের রাজনীতি হলো তিনি নিজেই বলেছেন তিনি ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেবেন। ১৫ আগস্ট শোকের দিন কেক কাটবে। তিনি এখনও স্বৈরাচার মনোভাব পোষণ করছেন।’
এ সময় তিনি বিএনপি-জামায়াত ও হেফাজতের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পেশাজীবী পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান।
এখন থেকেই সব শ্রেণী-পেশার মানুষকে মাঠে থেকে বিরোধী দলের চক্রান্তের বিরুদ্ধে জনমত তৈরি করার সঙ্গে সঙ্গে নির্বাচনী মাঠে সক্রিয় অবস্থান গ্রহণ করতে হবে বলেও জানান তিনি।
এর আগে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক অসীত বরুণ রায়, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনসহ পেশাজীবী পরিষদের বিভিন্ন নেতারা।
(দিরিপোর্ট২৪/বিকে/এনডিএস/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)